পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম 'দুয়ারে সরকার' কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার খয়রাশোল ব্লকের বাবুইজোড় অঞ্চলের বাবুইজোড় ধরণী ধর উচ্চ বিদ্যালয়ে। এই শিবিরে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা গ্রহণ করেন। পাশাপাশি 'আমার পাড়ায় আমার সমাধান' প্রকল্পের মাধ্যমে পাড়ার সমস্যা সমাধানের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।