মেদিনীপুর শহর সংলগ্ন যমুনাবালি যমুনাবলি এলাকাতে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে গতকাল সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় 14 ঘণ্টা চলে তল্লাশি। অভিযোগ, মেদিনীপুরে প্রায় ৬৪ লক্ষ এবং ঝাড়্গ্রামে প্রায় ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি আধিকারিকেরা। আর এই বিষয়েই এবার রাজ্য সরকারকে কটাক্ষ জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস।