যোগী রাজ্যেই অপরাধ জগতের হাতে খড়ি অভিযুক্ত দেশরাজ সিং এর। পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি যুবকের পরিবারের সদস্যদের হাত ধরেই অপরাধ জগতে পদার্পণ। তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দেশরাজ সিং এর বাবা রঘুবিন্দ প্রতাপ সিং বিএসএফ এ কর্মরত। কিন্তু তার (রঘুবিন্দ প্রতাপ সিং) জ্যাঠতুতো দুই ভাই দঙ্গল সিং ও মঙ্গল সিং দেওরিয়া এলাকার রাউদি অর্থাৎ কুখ্যাত দুষ্কৃতী। উত্তরপ্রদেশে যে বাহুবলী কালচার চলে সেই কালচারে অভ্যস্ত তারা।