নদীতে শামুক তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক মহিলার।ঘটনাটি ঘটে মঙ্গলবার আরামবাগের বলরামপুর এলাকায়।মৃত মহিলার নাম গঙ্গা দুলে(50)বাড়ি স্থানীয় এলাকাতেই।জানা যায়,এদিন দুপুর 12টা নাগাদ শামুক তোলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন গঙ্গা দেবী।স্থানীয়রা নদীর জলে হটাৎ তার কাছে থাকা হাঁড়ি ভাসতে দেখে ঘটনা বুঝতে পারেন।এরপর তাকে উদ্ধার করে।চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আরামবাগ মেডিক্যালে নিয়ে যায়।ঘটনায় শোকের ছায়া পরিবারে।