যাত্রীদের দীর্ঘ দিনের দাবি মেনে ২৫ আগস্ট থেকে কাটোয়া আহমদপুর রেল পথে নতুন এক জোড়া ট্রেন চলাচল শুরু হলো। কাটোয়া আহমদপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি ছিল দীর্ঘদিনের। দীর্ঘদিন যাবৎ কাটোয়া থেকে আহমদপুর যাওয়ার জন্য সকাল ১০.৩২ এর পর এই রুটে আর কোনোও ট্রেন ছিলো না। অন্যদিকে আহমদপুর থেকে দুপুর ১২.৫০ এরপর কাটোয়া আসার কোনোও ট্রেন ছিলনা।