গনকি আনন্দমার্গ স্কুলে আনন্দ মূর্তি জির জন্ম উৎসব উদযাপন অনুষ্ঠানে বিকেলে ব্যাপক ভিড়। এদিন আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে সারাদিন ব্যাপী জন্ম উৎসব উদযাপন করা হয় মহা সারম্বরে। বিকেল তিনটা নাগাদ ভক্ত বৃন্দদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় সেখানে। প্রায় ২০০০ লোকের মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে বলেও জানান আনন্দ মার্গ প্রচারক সংঘের পক্ষে দানেশ পাল।