শুক্রবার ১৫টি দাবিতে কুমারগ্রাম ব্লকের বিডিও-কে ডেপুটেশন দিল সিপিএম। আদালতের নির্দেশ মতো ১০০ দিনের কাজ দ্রুত চালু, যেসব গরিব মানুষ আবাস যোজনার টাকা পাননি, তাঁদের টাকা প্রদান, বেহাল কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক সংস্কার, কুমারগ্রাম ব্লক জুড়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার মতো ১৫টি দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন ছিলেন সিপিএম নেতা পিন্টু গাঙ্গুলি, সমীর সাহা, মদনচন্দ্র দাস, কুঞ্জবিহারি দাস সহ অন্যরা।