তিপ্রামথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংয়ের হাত ধরে বিজেপি ছেড়ে ২৯ পরিবারের ৮০ভোটার যোগ দিলেন তিপ্রামথা দলে ।লালজুরির জয়শ্রী বিক্রমজয় পাড়া এলাকায় এক দলীয় যোগদান সভায় বিধায়ক ফিলিপ কুমার রিয়াং নবাগতদের তাদের হাতে পার্টির পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।