ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে তুফানগঞ্জ শহর গোডাউন মোড় এলাকার ঘটনা। ঘটনায় আহতরা হলেন টোটো চালক তপন রায়, দুই যাত্রী কালাচাঁদ বর্মন এবং রাহুল দাস। জানা গেছে রামহরি মোড় থেকে টোটো তে চারজন যাত্রী তুলে হরিপুরের দিকে যাওয়ার পথে গোডাউন মোড় এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে টোটো দিতে ধাক্কা মারে। ফলে টোটোটি উল্টে যায়।