প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ধর্মনগর চন্দ্রনাথ লেনে অবস্থিত জ্ঞান দর্পণ ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ তাছাড়া উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শাখা সঞ্চালিকা বি কে মামনি সহ অনান্যরা।