আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও কাঞ্চনপুর শহরে নিউ সংহতি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচি তে রক্ত দাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের MDC শৈলেন্দ্র নাথ মহোদয়, মাছমারার MDC স্বপ্না রানি দাস মহোদয়া, কাঞ্চনপুরের বিশিষ্ট সমাজসেবক রবীন্দ্র কর মহোদয়, কাজল পাল মহোদয়, সমাজসেবক অরুন চন্দ্র নাথ মহোদয় সহ অন্যান্যরা।