অসহায় মহিলার বাড়িতে চোরের হানা। ঘটনা সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের সিলোটিয়া মুড়া এলাকার স্বামীহারা অসহায় মহিলা দিপালী দেবনাথের ঘরে। ঘরের দরজা জানালা কেটে ঘরের মধ্যে ঢুকে চুরের দল নিয়ে যায় তার ভাতার ব্যাংকের বই থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র টাকা-পয়সা এবং স্বর্ণের একটি গলার হার।