দাসপুরবাসীর এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। বন্যার জল প্রবেশ করার আগেই যুদ্ধকালীন তৎপরতায় স্লুইস গেটের কাজ চলছে। তাই দাসপুরে বন্যার জল প্রবেশ করবে না বলেই শনিবার সন্ধ্যায় মেদিনীপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য তথা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত।