অবশেষে বহু প্রতীক্ষিত রাস্তাঘাট উন্নয়নের পথে এগোল নকশালবাড়ি। কোটি টাকার প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণকাজের শিল্যানাস করলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।এদিন আনুষ্ঠানিকভাবে শিল্যানাস করে তিনি জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষজনের অন্যতম দাবি ছিল ভালো মানের রাস্তা। এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রেও উন্নত হবে।