ঘটনাটি বৃহস্পতিবার ভোরে তুফানগঞ্জ দুই ব্লকের বারকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন অসমের ধুবড়ি জেলার ভাই বাজার এলাকার টোলা রায় ও রতন রায় এবং কাশিয়াবাড়ী এলাকার প্রেমানন্দ বর্মন ও কার্তিক বর্মন। পুলিশ এবং SDO অফিসের যৌথ অভিযানে একটি ছোট চার চাকার পণ্য বোধয় গাড়িকে আটক করে তল্লাশি চালাতে গিয়ে প্রায় 40 লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ।