পুজোর আগে হোটেল ও রেস্টুরেন্ট গুলির খাবারের মান খতিয়ে দেখতে অভিযান চালালো চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা দফতর। শনিবার বেলা ২ টা নাগাদ মালদার চাঁচল সদরের একাধিক হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোঁরা সহ একাধিক খাবারের দোকানের অভিযান চালায় চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। এই একাধিক খাবারের দোকান ঢুকে দেখা হয় খাবারের মান, ফ্রেজ খুলে দেখা হয় পচা বাসী খাবার রয়েছে কি না। পাশাপাশি দেখা লাইসেন্স ।