সেন্ট্রাল ভিজিলেন্স অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ মঙ্গলকোটে। এক স্বর্ণ ব্যবসায়ীর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে গ্রেপ্তার করানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় ২২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলকোট থানার পুলিশ। আর সেই সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আসতেই শুক্রবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ শোরগোল পড়ে যায় মঙ্গলকোট এলাকায়। উল্লেখ্য, মঙ্গলকোটের আমডোবের বাসিন্দা অরূপ কুমার ঘোষের একটি গহনার দোকান রয়েছে খতিয়ার মোড়ে।