Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 30, 2025
ট্রাম্প তো বিজেপির কাছে সনাতনী দেবতা কটাক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের । নরেন্দ্র মোদী আমেরিকার ট্রাম্প সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতবর্ষের মান সম্মান ডুবিয়েছিল। তিজি ভেবেছিলেন ট্রাম্প সরকার হলে আর খুব উপকার হবে।বিজেপি ও আরএসএস-এর সমর্থকরা যজ্ঞ করেছিলেন।ট্রাম্প নাকি ওদের সনাতনী দেবতা। কিন্তু আজকের খবর টাকার দাম নেমে গেছে। এক ডলারের দাম ৮৯ টাকা। এটা আমি সকালে শুনেছি এতক্ষণে তো ১০০ টাকাও হয়ে গেছে। ভারতবর্ষের অর্থনীতি খুব বিপর্যস্ত