যুগে পর যুগ পরিবর্তন হলেও আজও লাভপুরের চৌহাট্টা মহোদরি গ্ৰামের তাতিনাপাড়া পরিবর্তন হয়নি। এই যুগেও সেখানে এখনও পর্যন্ত হাঁটু ভর্তি কাদা পেরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে মৃত দেহ। সমস্যায় গ্ৰামবাসিরা।জানা গেছে, ওই গ্ৰামের দক্ষিণ পাড়া থেকে পদ্মাবতী ঘাট পর্যন্ত রাস্তা সম্পূর্ণরূপে বেহাল, এমনকি সেখানে মৃত দাহ করার জন্য নেই কোন ন্যূনতম পরিকাঠাম।স্থানীয়দের অভিযোগ বারবার আবেদন জানিয়েও কোন লাভ হয়নি।উল্লেখ্য, তা্তিনাপাড়া গ্রামের দক্ষিণ পাড়া থেকে।