Barasat 1, North Twenty Four Parganas | Sep 22, 2025
বারাসাতে এমবিএ বাইক চোরের বিরুদ্ধে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, রীতিমতো বাইক চুরি করে তা নতুন করে চাবি তৈরির জন্য পাঠানো হতো মোটরসাইকেল মেরামতের গ্যারেজে, সোমবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ বারাসাতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত হেলাবটতলার স্থানীয় এক বাইক গ্যারেজের কর্মী তিনি জানান, বাইক চুরির অভিযোগে অভিযুক্ত এমবিএ উত্তীর্ণ শিবনাথ ও তার সঙ্গী মোনালিসা,