শুক্রবার সাত সকালে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের গৌরীপুর গ্রামের ঝাপান তলায় এক আদবাসী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। বৃদ্ধার নাম লক্ষী হেমরম। বাড়ি থেকে আনুমানিক ১০০ মিটার দূরে তার মৃতদেহ একটি পানা পুকুর থেকে উদ্ধার হয়। জানা যায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাঁর দেহে।