পশ্চিম মেদনীপুর জেলার পিংলা ব্লকের খিরাই থেকে সাহড়দা হাই স্কুল পর্যন্ত ছ কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে কাজ হওয়ার কথা। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলও তা এখনো শুরু হয়নি। তাই এলাকার মানুষের সুবিধার্থে শনিবার বিকেলে পিংলা ব্লক অফিসে প্রশাসনিক বৈঠক হলো এই রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে।সেখানে সিদ্ধান্ত নেয়া হয় আপাতত কাঁচা রাস্তাটি সংস্কার করা হবে। যাতে মানুষজন আপাতত যাতায়াত করতে পারে। পরবর্তীকালে তার ঢালাই রাস্তা করা হবে।