কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুরের প্রতিবাদে ডোমকলে বিক্ষোভ মিছিল কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর ও ইন্দিরা গান্ধী ও রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এরই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ডোমকল ব্লক কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডোমকল বাজার এলাকা জুড়ে এই মিছিলে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থক অংশ নেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।