গতকাল রাত ৮ ঘটিকায় তেলিয়ামুড়া অম্পি চৌমুনী এলাকায় "মায়ের গমন" নামক কার্নিভালটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঃমুড়া মহকুমার দুই বিধায়ক শ্রীমতি কল্যাণী সাহারায় মহোদয়া ও পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের এই কার্নিভালে তেঃমুড়া নামিদামি দশটি ক্লাব অংশগ্রহণ করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত অতিথিদের সামনে।