মঙ্গলবার দুপুরে ত্রিপুরা টেক্সি চালক সংঘ বিশালগড় শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় বিশালগড় বাইপাস শান্তি বিয়ে বাড়ি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস, BMS জেলা প্রেসিডেন্ট জীবন ভৌমিক, BMS জেলা সম্পাদক রাজু দাস সহ অন্যান্যরা।