মালদা রামকৃষ্ণ মিশনে কুমারী হিসেবে পূজিত হল সাত বছরের ইশানী ঝা। মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শুরু হয়। মিশনের সহকারী অধ্যক্ষ স্বামী দিগেন্দ্রনন্দজী মহারাজ জানান, প্রতিবছর বেশ কিছু গুনাগুন দেখে আমরা কুমারী নির্বাচিত করি। এ বছর কুমারী হিসেবে পূজিত হচ্ছেন সানিপার্কের বাসিন্দা ঈশানী ঝা। তার বাবা সুস্নাতু ঝা বেসরকারি ব্যাংকের কর্মী। মা শ্রেয়সী ঝা প্রাইমারি স্কুল শিক্ষিকা।