বুধবার দুপুর থেকে গণেশ চতুর্থি উৎসব পালনে সারা ভারতের পাশাপাশি চৈতন্য ভূমি নবদ্বীপ শহরে শ্রীশ্রী গণেশ পুজো বা গণেশ আরাধনায় মেতে উঠলেন ভক্তরা,জানা যায় আজ থেকে প্রায় ১৩ বছর আগে কয়েকজন ছাত্র মিলে বুড়ো শিবতলার কাঠগোলা এলাকায় শুরু করেছিল গণেশ আরাধনা,এদিন কাঠগোলা সহ ধামেশ্বর ভান্ডারা,নিশান ক্লাব,বঙ্গপাড়া শ্রীশ্রী গনেশ পূজা কমিটি,গঙ্গানগর নবদ্বীপ ইয়ং স্টাফ সহ একাধিক ক্লাব ও সংগঠনের পরিচালনায় শুরু হয়ে যায় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজো।