মাদারিহাটের মুজনাই চা বাগানে বেশ কিছুদিন ধরে ফুটবল প্রতিযোগিতা চলছিল। রবিবার ছুটির দিন থাকায় হাজার হাজার মানুষ ভিড় করেন। দর্শকদের জন্য বাঁশের গ্যালারি তৈরি করা হয়েছিল। উৎসাহী দর্শকরা এদিন বাঁশের গ্যালারি ভরিয়ে দেন। কিন্তু ধারণক্ষমতার তিনগুণ বেশি মানুষ বসেছিলেন বাঁশের গ্যালারিতে। খেলা চলার সময় হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গ্যালারি। বেশ কয়েকজন ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। এদের মধ্যে দু'জনকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দুর্ঘটন