বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে সিপিআইএমের বিশালগড় এবং জম্পুইজলা মহকুমার উদ্যোগে কমঃ সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ সভা অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে।মুখ্য বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা কর্মীর সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, জম্পুইজলা মহকুমা কমিটির সম্পাদক সহ সিপিআইএম জেলা কমিটির নেতৃত্বেরা।