অধিকার যাত্রার সমর্থনে শুক্রবার বিকেল ৫টায় তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের ১৪ মাইলে পথসভা করল বাম যুব সংগঠন RYF। সংগঠনের তরফে জানানো হয়, সাধারণ মানুষের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য কমিটির সদস্য আজিজুর রহমান, নেতৃত্ব অনন্ত মণ্ডল, হামিদ কবিরাজ, RYF নেতা জয় মেহেরা সহ অন্যান্য নেতৃত্ব। বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে