হাতিদের আশ্রয় দেওয়ার জন্য ঝাড়গ্রামের কুন্ডলডিহি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে তৈরি হচ্ছে বাগান। ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের কুন্ডলডিহি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে তৈরি হওয়া ওই বাগানে শাল, সেগুন, মেহগনি, শিশু-সহ বিভিন্ন গাছের চারা লাগানো হচ্ছে। প্রায় ৮০০ চারা লাগানো হয়েছে। ক্লাব সংলগ্ন একটি বাগানে প্রায় দিনই হাতির আনাগোনা লেগে থাকত। কিন্তু পুরনো বাগানটি নষ্ট হয়ে যায়। হাতির আশ্রয়স্থলটি যাতে আবারও তৈরি করা যায় সে জন্য এই উদ্যোগ।