পশ্চিম জলেফা রামজি পাড়ায় রেলে কাটা পড়ে মৃত্যু হয় সত্যজিৎ দে নামে এক ব্যক্তির। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে সাব্রুম হাসপাতালে সাবরুম হাসপাতালের চিকিৎসক সাব্রুম হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বিকাল 3টা নাগাদ মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে। সাব্রুম থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে মৃত্যুর আসল কারণ জানতে।।অনুমান করা হচ্ছে মানসিক অবসাদে রেল লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।ঘটনা ৩০ শে আগষ্ট সকাল আনুমানিক ৮ ঘটিকায়।