SIR এর নামে ঘুর পথে NRC চালু করার পরিকল্পনার বিরুদ্ধে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবি নিয়ে SUCI কমিউনিস্ট দলের কালিগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে রবিবার কালীগঞ্জের দেবগ্রামে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা করা হলো। এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এসিসিআই কমিউনিস্ট দলের জেলা কমিটির সদস্য কামাল উদ্দিন শেখ হররোজ আলী শেখ সহ সেলিম মন্ডল জামশেদ আলী এবং অন্যান্য নেতৃত্ব।