বাজারে মাছ কেটে আঁশ ফেলে দেওয়াই ছিল নিয়ম।সেই মাছের আঁশ বিক্রি করে মাসে মোটা টাকা আই করে নতুন দিশা দেখাচ্ছেন আরামবাগের বলুন্ডি এলাকার মাছ ব্যবসায়ী ও তার পরিবার।জানা যায়,বাজার থেকে আঁশ সংগ্রহ করে বাড়ি নিয়ে এসে ধুয়ে রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রাখে তারা।সেটা নিয়ে যান মহাজনরা।তারা বলছেন,এই আঁশ লিপস্টিক,নেলপলিশ থেকে শুরু করে কিছু খাবার তৈরিতেও ব্যবহার হয়।ভেটকির আঁশের চাহিদা আলাদা।আঁশ বিক্রি মানুষকে ইনকামের দিশা দেখাবে বলে মনে করছে মৎস দপ্তর।