নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদ জেলার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সম্পত্তি ও নগদ মিলিয়ে কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত, আদালতে দাবি ED-র। রবিবার বিকালে সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে জেলে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।অ্যাকাউন্টে 'দুর্নীতির কোটি টাকা। চাকরির প্রতিশ্রুতিতে ৭৫ জনের থেকে টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ। আদালতে জানাল ইডি। ধাপে ধাপে তৃণমূল বিধায়ক ও তাঁর স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেরায় অসহযোগিতার অভিযোগ ED-র।