হাড়োয়া ব্লকের খলিসাদি কমিউনিটি হলে শালিপুর পঞ্চায়েতের ২৭, ৩২ এবং ৩৯ নম্বর বুথ নিয়ে শনিবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।উপস্থিত ছিলেন হাড়োয়ার বিডিও অতনু ঘোষ, ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল,হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি আব্দুল খালেক মোল্লা,শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদাউসি খাতুন বিবি সহ অন্যান্যরা।