দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি। এদিকে শুরুর কয়েক দিনের মধ্যেই পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ প্রশাসন। তবে আগে ইউসি পাওয়া পেঁয়াজের গাড়িগুলি বর্তমানে বাংলাদেশে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আট লরি পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হয়েছে।