বাগমা বিধানসভা অন্তর্গত কিল্লা রাইয়া বাড়ি 29 নং বুথে ভারতীয় জনতা পার্টি এক উঠান সভা অনুষ্ঠিত হয়। এই উঠান সভাতে অংশগ্রহণ করে প্রাক্তন জনজাতি কল্যাণ দপ্তরে মন্ত্রী তথা বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়াসহ মন্ডলের অন্যান্য পদাধিকারী গন।