আবারো নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে রতুয়ার টিকলি চর এলাকায়। নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার জুড়ে ব্যাপক হারে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের তীব্রতায় গোটা এলাকার নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় চরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই টিকলি চড়ে কৃষিজীবী মাছ ধরে জীবিকা অর্জনকারী পরিবারগুলোর বসবাস। অত্যন্ত দরিদ্র পরিবারগুলির বাড়িঘর ভেঙ্গে পড়লে তাদের সবকিছু যে নিঃস্ব হয়ে যাবে এমনটাই বলছেন তারা। গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে প্রায় এক মিটার তারপরেই এই ধরনের ভাঙ্গন।