একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল টোটোর ডান পাশে লোহার রড লাগাতে। কিন্তু প্রশাসনের নির্দেশ না মেনেই বেশ কিছু টোটো ঘুরছে শহর দিয়ে। এমনই অভিযোগ পেয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে প্রায় ৪০ টি টোটো আটক করে থানায় নিয়ে আসে। এরপর টোটো চালকদের জানানো হয় লোহার রড লাগাতে। টোটো তে লোহার রড ঝালাই করার পর টোটো গুলি থানা থেকে ছাড়া হয়। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন