তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট গ্রাম্য বারোয়ারি মন্দিরে রবিবার শ্রদ্ধা ও ভক্তিভরে পালিত হলো রাধা অষ্টমী উৎসব। সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পূজা, আরতি, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনভর চলে অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিপিকা বিশ্বাস, শিবানী বিশ্বাস, বাসন্তী বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস, দিলীপ সরকার, গোপাল সাহা, নির্মল সরকার, রবীন্দ্রনাথ বিশ্বাস, রতন সরকার-সহ বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। সকলে