বর্তমান দিনে প্রথাগত দাঁড়িপাল্লার পাশাপাশি ইলেকট্রনিক্স ওজন মাপার মেশিনের ব্যবহার বেড়েছে সর্বত্র। ঝাড়গ্রাম জেলা জুড়ে ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মানের ওজন মেশিন ব্যবহার করছেন কিনা সে ব্যাপারে নজরদারি চালাতে তৎপর হলো লিগাল মেট্রলজি বিভাগের আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুর থেকে দিনভর লিগ্যাল মেট্রোলজি বিভাগের কর্মীরা ও বিভাগীয় আধিকারিক ঋষিকেশ ভূঁইয়ার নেতৃত্বে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালায়।