জয়পুর ব্লকের কামুখাপ গ্রামে চিকিৎসক বিজয় মাহাতোর উদ্যোগে ও আনন্দ মার্গের সহযোগিতায় ৮ম মহাষ্টমী শারদোৎসব পালিত হয় । দিনভর অখণ্ড নামসংকীর্তন, প্রার্থনা, তত্ত্বসভা, নিঃশুল্ক চিকিৎসা শিবির, কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় নরনারায়ণ সেবার আয়োজন । দুই হাজারের বেশি মানুষ এই আধ্যাত্মিক ও সেবামূলক কর্মসূচিতে উপকৃত হন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ সেই চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।