আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব করম পুজো উপলক্ষে বুধবার রাত ৯টা নাগাদ তপনের কাজীভাগে হাজির হন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা এবং তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ। তাঁরা করম গাছের পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ঘুরে দেখেন। উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের তাৎপর্য নিয়ে মত বিনিময় করেন। সভাধিপতি জানান, করম পুজো আদিবাসী সমাজের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। বিডিও তীর্থঙ্কর ঘোষ উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার স