জাল লটারি বিক্রির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বেলায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম আশরাফুল মন্ডল, বাড়ি গোবিন্দপুর ও লাল্টু মাঝি, বাড়ি সাতগেছিয়া।পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ডি ই বি মেমারি থানা এলাকার রসুলপুর এলাকায় হানা দিয়ে লক্ষধিক টাকার জাল লটারি উদ্ধার করা হয় ধৃতদের কাছ থেকে।