গাজোল বিধানসভার ও গাজোল মন্ডলের ১ এর উদ্যোগে গতকাল যে দেশের সেনাবাহিনী আর্মি B S F রয়েছে তাদেরকে কুরুচিকর মন্তব্য করার । আর তারই প্রতিবাদে এদিন মঙ্গলবার বিকেল ৬ টা নাগাদ গাজল ১ নং অঞ্চলের বিধান পল্লী এলাকায় ৫১২ নং জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ ধিক্কার জানায় বিজেপির পক্ষ থেকে। এরপর বিজেপির এই পথ অবরোধের বিক্ষোভ ধিক্কার কর্মসূচির খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলেই গাজোল থানার পুলিশ।এরপর পথ অবরোধকারীদের বুঝিয়ে তাদের পথ অবরোধ টি উঠিয়ে নেয়া হয়। তাদের এ