খড়্গপুর হাসপাতালের এমার্জেন্সির বাইরে ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দীর্ঘক্ষন হাসপাতালে বাইরে পড়ে থাকলেও তাকে হাসপাতালের ভেতর নিয়ে যাওয়ার আগ্রহ দেখা গেল না কারোর মধ্যে। যদিও কয়েক ঘন্টা পড়ে থাকার পর মৃতদেহ হাসপাতালে ভেতর তুলে নিয়ে যাওয়া হয়। খড়গপুর হাসপাতালের ঘটনা দুর্ভাগ্যজনক, মেদিনীপুরে দাবি তৃণমূলের।