বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠাংবাড়ী এলাকায় বালিধুম ভিলেজ কমিটির ৩৬ পরিবার CPIM, কংগ্রেস, তিপ্রামথা দল পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, যুবারাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা,বিজেপির যুবরাজনগর মন্ডলের মন্ডল সভাপতি কিরণশঙ্কর দেবনাথ সহ অন্যান্যরা।