বিশালগড় ব্লক ভিত্তিক ৬৪ তম শিক্ষক দিবস উদযাপন করা হয় সূর্যকিরন বিয়ে বাড়ি হলে শুক্রবার দুপুরে। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলা সাগর বিধানসভার কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, আইএস প্রদীপ দেববর্মা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমন্ত্রিত অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলন করা হয়।