চারচাকা গাড়িতে ধাক্কা টোটোর,ঘটনায় আহত এক মহিলা সহ দুই জন।ঘটনাটি ঘটে বুধবার আরামবাগের লিংক রোডে।জানা গেছে,চারচাকা গাড়িটি গৌরহাটি মোড়ের দিয়ে পেট্রোল ভরার জন্য যাচ্ছিলো।স্থানীয়দের দাবি,চারচাকা গাড়িটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে পরলেও তার পিছনে গিয়ে ধাক্কা মারে টোটোটি।টোটো চালকের অসাবধানতাবসত ঘটনাটি ঘটেছে বলে দাবি।ঘটনায় আহত হয় চালক সহ টোটোতে থাকা এক মহিলা যাত্রী।তাঁদের আরামবাগ মেডিক্যালে পাঠানো হয়।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।কিছুক্ষনের জন্য ব্যাহত হয় যান চলাচল।